নারায়ণগঞ্জে
টার্মিনাল পোর্ট নির্মাণের টেন্ডার দিয়েছে ভারত সরকার; তা ও দিল্লীতে
বসে! সবাইকে শাহবাগ আর মতিঝিলে ব্যস্ত রেখে একদিকে সুন্দরবন ধ্বংশের রামপাল
প্রকল্প চুক্তি স্বাক্ষর শেষ না হতেই
নারায়নগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে নির্মাণ করা হচ্ছে এই টার্মিনাল। ভারতের
পররাষ্ট্র মন্ত্রণালয় কনটেইনার টার্মিনাল নির্মাণে কারিগরি ও বাণিজ্যিক
সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দরপত্রও আহ্বান করেছে। দর প্রস্তাব জমা দেয়ার
সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুন বিকাল ৫টা পর্যন্ত। এ বিষয়ে
বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়, সমুদ্র পরিবহন অধিদফতর (ডিজি
শিপিং) ও বিনিয়োগ বোর্ড কারও অনুমোদন নেই। এমনকি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের
পরিকল্পনা ও উন্নয়ন শাখাসহ বন্দর শাখাও এ বিষয়ে কোনো কিছুই অবগত নয়। এখন
পর্যন্ত বিনিয়োগ বোর্ডেও এ বিষয়ে কোনো আবেদন জমা পড়েনি। সবাইকে
অন্ধকারে রেখে দেশের একেকটি অংশকে এভাবে একের পর এক ভারতের হাতে তুলে
দিচ্ছে আওয়ামী লীগ সরকার।
ভারতের গোলামী করার জন্যই কী আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিলাম? দেশ আজ দুইভাগে বিভক্ত। একদিকে দেশকে ভারতের হাতে তুলে দিতে চাওয়া কিছু দালাল, আর অন্যদিকে দেশ প্রেমিক বাংলাদেশী। আপনি কোন পক্ষে?
http://3.imimg.com/data3/QX/ GV/HTT-947/ 947_2013-05-10-13-12-48_1368171 768.jpg
খবরের লিংক: http://www.amadershomoy2.com/ content/2013/05/24/ middle0760.htm#.UZ8aE2CAQdk.fac ebook
ভারতীয় ওয়েবসাইটে টেন্ডারটির আসল লিঙ্ক: http://tenders.indiamart.com/ details/977289872/
ভারতের গোলামী করার জন্যই কী আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিলাম? দেশ আজ দুইভাগে বিভক্ত। একদিকে দেশকে ভারতের হাতে তুলে দিতে চাওয়া কিছু দালাল, আর অন্যদিকে দেশ প্রেমিক বাংলাদেশী। আপনি কোন পক্ষে?
http://3.imimg.com/data3/QX/
খবরের লিংক: http://www.amadershomoy2.com/
ভারতীয় ওয়েবসাইটে টেন্ডারটির আসল লিঙ্ক: http://tenders.indiamart.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন