বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৩

আমাদের স্বাধীনতাঃ পর্দার এপার ওপার


আমাদের স্বাধীনতাঃ পর্দার এপার ওপার

কেমন করে একটি জাতি উন্নতি সাধন করতে পারে যদি না তারা তাদের নিজেদের বিকৃত ইতিহাসের বদলে সঠিক ইতিহাস জানতে পারে? আর যদি একেবারে নাই জানতে পারে তাহলে তো আর কোন কথাই নেই!!! ইতিহাস মুলতঃ সেই জিনিস যা থেকে একজন ব্যক্তি বা একটি জাতি সঠিক এবং গুরুত্বপূর্ণ শিক্ষাটি লাভ করতে পারে। এই ইতিহাসই সঠিক বন্ধু কে আর সঠিক শত্রুটিই বা কে এবং সেই সাথে চলার পথে সফলতার সত্য আর সঠিক রাস্তাটিই বা কোনটি তা আমাদের একেবারে চোখে আঙ্গুল দিয়ে চিনিয়ে দেয়।আর তাই সঠিক ইতিহাস জানা প্রতিটি জাতির প্রতিটি ব্যক্তিবর্গের জন্য অত্যন্ত জরুরী। আর এই জন্যই পবিত্র কুরআন, আল্লাহর রাসুল (সা) এর জীবনী, সাহাবি (রা) দের বিশেষ করে খোলাফায়ে রাশেদীন দের জীবনী, খালিন বিন ওয়ালিদ (রা), সালাউদ্দিন আইউবি, তারিক বিন যিয়াদ, সুলতান মাহমুদ ফাতিহ (রহ) দের মত মহাপুরুষদের জীবনী, তাঁদের সমসাময়িক ঘটনাবলির ইতিহাস ইত্যাদি জানা খুবই জরুরী। তবে আজকে মূলতঃ এই লেখাটি লিখার উদ্দেশ্য হল আপনাদের একটি অসাধারণ বই এর সাথে পরিচয় করিয়ে দেওয়া। বইটির নাম হল- "চেপে রাখা ইতিহাস", লিখেছেন আল্লামা গোলাম আহমদ মোর্তজা।বইটির ডাউনলোড লিংক হল http://www.sendspace.com/file/6mcpwz এছাড়া বইটি বাজারেও কিনতে পাবেন ইনশাআল্লাহ। বিভিন্ন প্রিন্ট অনুযায়ী কমিশন সহ দাম ১৫০-২০০ টাকা। অসাধারণ এই বইটি যদি আপনি না পড়েন, তাহলে আপনি বিশাল কিছু একটা হয়ত মিস করবেন! এর আগে আপনাদেরকে আমাদের প্রকাশিত একটি প্রবন্ধ "আমাদের স্বাধীনতাঃ পর্দার এপার ওপার" বিশেষ ভাবে পড়তে বলেছিলাম যেটি সম্পর্কে বলেছিলাম ব্রিটিশ আমল থেকে ৭১ পর্যন্ত অনেক অজানা ইতিহাস এখানে পাবেন (যারা মিস করেছেন তারা এখান থেকে ডাউনলোড করুন http://www.mediafire.com/download/u2bhb837buincu5/আমাদের+স্বাধীনতাঃ+পর্দার+এপার+ওপার.zip )। তবে এই "চেপে রাখা ইতিহাস" আপনাকে নিয়ে যাবে আরও হাজার বছর আগে। এই ভারতবর্ষে হিন্দু জাতির আগমন, এখানকার অধিবাসীদের উপর এবং অন্যান্য নিম্নবর্ণের হিন্দুদের উপর তাদের অত্যাচার এর নমুনা পরবর্তীতে মুসলিমদের আগমন এবং জাতি, বর্ণ নির্বিশেষে সবার মধ্যে শান্তি প্রতিষ্ঠা থেকে শুরু করে একেবারে ভারত বিভক্ত হওয়া পর্যন্ত অনেক অজানা ইতিহাস এই বইয়ে ঠাই দিয়েছেন শ্রদ্ধেয় লেখক। এই ভারতবর্ষে মুহাম্মদ বিন কাশিম, সুলতান মাহমুদ, মুহাম্মাদ বিন তুঘলক, বাবর, হুমায়ুন, শেরশাহ, জাহাঙ্গির,শায়েখ আহমদ ফারুক সেরহিন্দ, আওরঙ্গজেব, শায়েস্তা খান, হায়দার আলী, টিপু সুলতান, নবাব সিরাজুদ্দউলা থেকে শুরু করে শাহ ওলিউল্লাহ, সৈয়দ আহমদ বেরলভি, সৈয়দ নিসার আলী তিতুমির, মাওলানা আলাউদ্দিন, হাজি শরিয়তউল্লাহ, মজনু শাহ এর মত কিংবদন্তীদের জীবনচরিত, সমসাময়িক ঘটনা এখানে আলোচিত হয়েছে। এখানে আপনি পাবেন গৌরবোজ্জ্বল মুসলিম শাসকদের শাসনামল, পরবর্তীতে ইংরেজদের আগমন এবং কিভাবে তারা হিন্দু বেইমান রাজাকারদের পৃষ্ঠপোষকতায় এখানকার ক্ষমতা হাসিল করল সেই রক্তঝরা ইতিহাসগুলি। আরও জানতে পারবেন কেন আজও সেই মুসলিম শাসক এবং অন্যান্য সম্মানিত মুজাহিদরা ইংরেজ এবং তাদের দোসরদের দ্বারা ভারতের বিকৃত ইতিহাসে ঘৃণিত এবং শিবাজির মত সন্ত্রাসী, সম্রাট আকবরের মত ইসলাম বিদ্বেষী, ঈশ্বরচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রাজা রাম মোহন রায় , রবীন্দ্রনাথ দের মত ইংরেজদের পা চাট গোলামরা কেন সম্মানিত! এই বই আপনাকে নিয়ে যাবে সেইসব রক্ত আর অশ্রু ঝরা দিন গুলিতে, সেই পলাশী, সিপাহি বিদ্রোহ, নীল বিদ্রোহ,ফকির বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি সংগ্রাম গুলির রক্তক্ষয়ী দিনগুলিতে! যেন আপনার চোখের সামনে দেখতে পাবেন সেই ইংরেজ খ্রিষ্টান আর তাদের হিন্দু দালালদের সহায়তায় সেই সব নির্যাতন, যুলুম এর ঘটনাগুলি। কতই না রক্ত ঝরেছে, কত লক্ষ লক্ষ মুসলিমদের হত্যা করা হয়েছে, কতই না অজস্র মা বোনের সম্ভ্রম তারা কেড়ে নিয়েছে, কত অগণিত সম্পদ তারা লুট করেছে আর পাচার করেছে ইংল্যান্ডে!!!!! যাই হোক কোথা বেশি বাড়াবনা। আপনাদের কাছে একান্ত অনুরোধ বইটি আপনারা পড়বেন ইনশাআল্লাহ। অবশ্য এই লেখকের অন্যান্য বইগুলি যেমন- ইতিহাসের ইতিহাস, বাজেয়াপ্ত ইতিহাস, বজ্র কলম, ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় ইত্যাদি ইত্যাদি সবগুলি বইই অসাধারণ! আপনারা ইচ্ছা করলে এগুলিও সংগ্রহ করে পড়তে পারেন ইনশাআল্লাহ। ভাল থাকুন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন